1 like 0 dislike
in Help by (130 points)
How do i join and play on a Minecraft bedrock server?

1 Answer

0 like 0 dislike
by (500 points)
edited by

মাইনক্রাফাট সার্ভারে খেলার জন্য একটি পাব্লিক সার্ভার খুজুন। সেটার ভার্শন দেখুন আপনার মাইনক্রাফট ভার্শনের সাথে ম্যাচ করে কিনা। 

যদি করে তাহলে সেই সার্ভারের আইপি সংগ্রহ করুন। জাভা এডিশন হলে পোর্টের দরকার নাই। তবে বেড্রক/মোবাইল/পোকেট এডিশন হলে পোর্ট কালেক্ট করুন। 

minecraft java server tab

এবার জাভা এডিশন ওপেন করুন। মাল্টিপ্লেয়ার বাটনে ক্লিক করুন। এড সার্ভারে ক্লিক করে সার্ভারের আইপি টা লিখে জয়েন বাটনে ক্লিক করুন। আপনি জয়েন করতে পারবেন। 

আর বেড্রক এডিশন হলে উপরের দিকে ৩ টা ট্যাব দেখতে পারবেন। সেখানে সর্বশেষ ট্যাব টা মাল্টিপ্লেয়ার server tab। সেখানে একদম নিচে এড সার্ভার বাটন পাবেন। এবার সার্ভারের নাম, আইপি, পোর্ট লিখে ফেললেই জয়েন করতে পারবেন। 

minecraft bedrock menu

minecraft server ip port menu bedrock

ট্রাবলশুটঃ
আপনি টিলঞ্চার প্লেয়ার হয়ে থাকলে বা ক্র্যাক জাভা এডিশন ইউজার হলে ক্র্যাক সার্ভারে জয়েন করুন। আর বেড্রক এডিশনে দেখুন ঠিক মত এক্সবক্স একাউন্ট সাইন ইন করা আছে কিনা। 

সার্ভারের আইপি পোর্ট কোথায় পাবো?

এই লিংক এ পাবেন 
Minecraft Servers | Planet Minecraft Community

Welcome to Minecraftbd Q&A, where you can ask questions and receive answers from other members of the community.
...